ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক থেকে চিকিৎসা নিলেন গুলিস্তানে মারধরে আহত ৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ঢামেক থেকে চিকিৎসা নিলেন গুলিস্তানে মারধরে আহত ৫ জন

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় ছাত্র-জনতার মারধরে আহত ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন- রাজু আহমেদ মিরান (৫০), হৃদয় (২৫), রাসেল হায়দার (৪২), রাকিব (২৩) ও মোহাম্মদ আলী (৩৫)।

রোববার (১০ নভেম্বর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস এ তথ্য জানিয়ে বলেন, গুলিস্তান স্টেডিয়ামের পাশে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় ছাত্র-জনতা মিরান ও হৃদয় নামে দুজনকে গণধোলাই দেয়। পরে পুলিশে সোপর্দ করে। তখন চিকিৎসার জন্য তাদের ঢামেকে নিয়ে যাওয়া হয়। তারা শঙ্কামুক্ত। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হবে।

এদিকে দুপুর সাড়ে ৩টার দিকে গুলিস্তান নুর হোসেন চত্ত্বরে আওয়ামী লীগ সমর্থক রাকিব জয় বাংলা স্লোগান দিলে বৈষমবিরোধী আন্দোলনের ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে গণপিটুনি দেয়। পরে শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ তাকে উদ্ধার কতরে ঢামেকে নিয়ে আসেন। একই স্থানে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে গণধোলাইয়ের শিকার হন রাসেল হায়দার। পরে শাহবাগ থানার এসআই রায়হান তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মারধরের শিকার হন মোহাম্মদ আলী। তিনি একটি পত্রিকায় কাজ করেন বলে দাবি করেন। পেশাগত কাজে ভিডিও করার সময় মারধরের শিকার হন বলে তিনি নিজে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।