ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেমের প্রস্তা‌ব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী ও তার মাকে কু‌পি‌য়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
প্রেমের প্রস্তা‌ব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী ও তার মাকে কু‌পি‌য়ে জখম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রেমের প্রস্তা‌ব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী ও তার মোকে কু‌পি‌য়ে‌ জখম করেছে তারই সহপাঠী।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দি‌কে সদর উপ‌জেলার পাইককা‌ন্দি ইউ‌নিয়‌নের তেবা‌ড়িয়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা ‌গে‌ছে, একই এলাকার আরমান খান সহপা‌ঠী রিয়া খানমকে প্রেমের প্রস্তাব দেয়।  কিন্তু রিয়া সেই প্রস্তা‌ব প্রত্যাখ্যান ক‌রে।  এতে আরমান ক্ষিপ্ত হ‌য়ে রিয়াদের বাড়িতে গিয়ে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে মা রুমা খানম ও মে‌য়ে রিয়া‌কে কোপায়। পরে এলাকার লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক আফতাব জিলানী মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।  হামলাকারী ও আহত রিয়া পাইককা‌ন্দি উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সা‌জেদুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, এ বিষ‌য়ে এখনও কোনো অভি‌যোগ পাননি। অভি‌যোগ পে‌লে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।   

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।