ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশা থেকে ছিটকে পড়া যাত্রীদের চাপা দিল কাভার্ড ভ্যান, নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
অটোরিকশা থেকে ছিটকে পড়া যাত্রীদের চাপা দিল কাভার্ড ভ্যান, নারী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়া যাত্রীদের একটি কাভার্ডভ্যান চাপা দেওয়ায় ঝরনা বেগম (৪০) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ঝরনা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।

আহতরা হলেন- একই গ্রামের আব্দুল খালেক (৪৫), দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ অটোরিকশাটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নিহত হন। এতে আহত হন আরও তিনজন। দ্রুত পালিয়ে যাওয়ায় কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।