ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদদের জন্য সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
শহীদদের জন্য সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত

ঢাকা: গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে বাদ জুম'আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২১ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে বাদ জুম'আ দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।