ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কবরস্থানে নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর..

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
কবরস্থানে নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর.. প্রতীকী ছবি

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ। এরপর সেই কবরস্থানে গিয়ে মাত্র একদিন বয়সী এক নবজাতককে পাওয়া পায়।

একাকী নির্জন স্থানে পড়ে থেকে কাঁদছিল শিশুটি।  

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কবরস্থান থেকে নবজাতক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পরে নবজাতকটিকে শিক্ষিকা তাহমিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক সাংবাদিকদের বলেন, শিশুটির বয়স মাত্র একদিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।