ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার নিখোঁজ কলেজছাত্র সুমন

শেরপুর: শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।

এ ঘটনায় করা মামলায় আন্নি আক্তার (১৯) নামে সেই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ওই কলেজছাত্রের নাম সুমন মিয়া (১৭)। শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের ৭ দিন পরও তাকে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে সুমন নিখোঁজ হন। তাকে অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ গতকাল রোববার রাতে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।  
এতে অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই–তিনজন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার তরুণী ও তার বাবাকে   বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় লোকজন ও কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন।  

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ। মোবাইলফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।