ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হিরু মাতুব্বর (৩৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে শিবচর থানায় নিহতের বাবা এসকেন্দার মাতুব্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে ৬৫ জনকে এজাহারভুক্ত ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে এই ঘটনায় মো. সুমন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দত্তপাড়া ইউনিয়নের শইল্যা এলাকার টোকান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা মো. শাহাদাত হোসেনের সমর্থক। গত রোববার রাতে এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।  

এরই জেরে উভয় পক্ষের লোকজন গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়ান। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ছয়জন। এসময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর
আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পরে রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসাপাতালে পাঠানো হয়।

এদিকে হিরুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পালিয়ে যান প্রতিপক্ষের লোকজন। এসময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে খাড়াকান্দি ও আর্য্যদত্তপাড়া এলাকা প্রায় পুরুষশূন্য। থমথমে পরিবেশ থাকায় এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

মামলার বাদী এসকেন্দার মাতুব্বর বলেন, গ্রাম্য দলাদলির কারণে আমার পোলাডার জীবন গেছে। যারা আমার পোলারে খুন করছে, ওদের বিচার চাই। ওদের যেন ফাঁসি হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়ার ঘটনায় থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নিহত হিরুর ময়নাতদন্ত এখনও শেষ হয়নি। আজ দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।