ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মেরুল বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে অভিযান চালায় পুলিশ। অভিযানে আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, আসামিরা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতেন এবং বাসা-বাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণসামগ্রী ডাকাতি করতেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএমআই/আরআইএস