ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২

ভোলা: ভোলার চরফ্যাশনে মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম (২০) নামের একজন।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমন ও নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে (শেবাচিম) পাঠান।  

ইমন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে। আর নেছার হলেন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে। এছাড়া সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের নেছার উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলযোগে চরফ্যাশনে আসছিলেন। পথে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী নসিমন-করিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।