সাভার: সাভারে একটি পোশাকের গোডাউনে অগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের একটি ভবনের তিন তলায় শামীম এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।
গোডাউন সম্পর্কে মালিকের স্বজনরা বাংলানিউজকে জানান, ওই গোডাউনে তৈরি পোশাক ক্রয় করে মজুদ করা হতো। আজ আগুন লাগা দেখে গোডাউনের মালিক শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসএম
বাংলাদেশ সময়: ৭:০৭ এএম, নভেম্বর ১৩, ২০২৪ /