ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ফরিদপুরে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর: ফরিদপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবির) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ উপলক্ষে বেলা ১১টার দিকে ফরিদপুরের আইডিইবির কার্যালয়ে আলোচনা সভা ‌ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি সামচুদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকাশ কুমার সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হোসেন মৃধা, ফরিদপুর জেলা ও মহানগর ডিইএবের উপদেষ্টা সৈয়দ আদনান হোসেন অনু, ফরিদপুর জেলা আইডিইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, ডিইএবের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক শাহাজাদা খান স্বপন ও সদস্য সচিব শহিদুল ইসলাম টুটুল, ফরিদপুর মহানগর ডিইএবের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. খাইরুল ইসলাম।

সভায় বক্তারা আইডিইবির বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে। বর্তমান এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ।

সভায় বক্তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য কাজ করুক, সর্বস্তরের জনগণের জন্য কাজ করুক এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করুক। আগামী দিনে এ সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধার জন্য বিগত দিনে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।  

বক্তারা বলেন, এ সংগঠন আরও বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ৫০ শতাংশ পদোন্নতি হয়নি। আন্দোলন ছাড়া আমাদের দাবি পূরণ করা সম্ভব নয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে একটি র‌্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।   র‌্যালি পরিচালনা করেন ফরিদপুর জেলা আইডিইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ। র‌্যালিতে অংশ নেন সংগঠনের সদস্য ও ডিপ্লোমা প্রকৌশলী ও ফরিদপুর পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।