ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে ঝুলছিল মায়ের মরদেহ- বিছানায় নিথর মেয়ে, পাশে মিলল চিরকুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ঘরে ঝুলছিল মায়ের মরদেহ- বিছানায় নিথর মেয়ে, পাশে মিলল চিরকুট

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় মেয়ে মুশফিকা খাতুনকে (০৪) হত্যা করে জুলেখা বেগম (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জুলেখা বেগম ওই এলাকার অটোভ্যানচালক আব্দুল মমিনের স্ত্রী। আর মুশফিকা খাতুন তাদের মেয়ে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যানের চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখাকে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন তিনি। কিন্তু দরজা বন্ধ এবং কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে জুলেখাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। আর নাতনি মুশফিকারকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।  

এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা- ‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে, সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।