ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রাণ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
‘জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রাণ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত’

হবিগঞ্জ: ‘জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা। এই ক্ষতি থেকে রক্ষা পেতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়া জরুরি।

শুক্রবার (১৫ নভেম্বর) জলবায়ু ন্যায্যতার দাবিতে বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

তারা আরও বলেন, সম্প্রতি অসময়ের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। প্রকৃতির এই আচরণ আমাদের বুজিয়ে দেয় জলবায়ু পরিবর্তনে কতটা বিপর্যয় নেমেছে। অসময়ে ঝড়বৃষ্টি, খরা ও বন্যা ইত্যাদি কারণে খাদ্য নিরাপত্তা হুমকিতে। এ পরিস্থিতিতে পাহাড়-টিলা ও ভূমি ধ্বংস বন্ধ করে বেশি করে সবুজায়নের বিকল্প নেই। সৌর শক্তির ব্যবহার বাড়াতে হবে ও নবায়নযোগ্য জ্বালানির সন্ধান করতে হবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ এ বাইসাইকেল শোভাযাত্রা আয়োজন করে।  

এতে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ ও প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ জহিরুল হক। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল মূল বক্তব্য উপস্থাপন করেছেন।

এতে আরও অংশ নেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি তাহমিনা বেগম গিনি, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক হরিপদ চন্দ্র দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের বাডস কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে থেকে অর্ধশতাধিক সাইকেলিস্ট বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা শুরু করেন। শহর প্রদক্ষিণ শেষে পুরাতন খোয়াই নদীর স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে শোভাযাত্রা সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।