ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
নাটোরে ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

নাটোর: নাটোরের আহম্মেদপুরে ট্রাকের ধাক্কায় মো. নাইমুল ইসলাম (২৪) নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যান চালকসহ তিনজন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার সময় সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের আহমেদপুর সৈয়দের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নাইমুল ইসলাম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকহার গ্রামের মৃত লিটু শিকদারের ছেলে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাযায়নি।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চারজন যাত্রী নিয়ে ভ্যানচালক আহম্মেদপুর বাজার থেকে নাটোরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে মালবোঝাই একটি ড্রাম ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দিলে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন ভ্যান চালকসহ তিনজন। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আহত ভ্যান চালক ও অন্যান্য আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।