ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ড্রামট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
শাহজাদপুরে ড্রামট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত দুই নিহত আরিফুল ও বাহাদুর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রামট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।  

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল-শাহজাদপুর মহাসড়কে শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বর আসছিল। পথে গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।