ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুরগি নিয়ে ঝগড়া: হামলায় প্রাণ গেল প্রতিবেশীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
মুরগি নিয়ে ঝগড়া: হামলায় প্রাণ গেল প্রতিবেশীর 

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে বিরোধের জেরে নজরুল মাদবর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী।  

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা লতিফ মাদবর (৭৫) ছোট ভাই সুমন মাদবর (৩৫)।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামে নজরুল মাদবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় বোরহান মাদবরের সঙ্গে স্থানীয় আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরের ওপর হামলা চালায়। এসময় তার বাবা লতিফ মাদবর ও ভাই সুমন তাকে রক্ষা করতে গেলে নজরুলসহ তার বাবা ও ভাই গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল মাদবর ও সুমন মাদবরের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের বাবা লতিফ মাদবরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নজরুল মাদবরের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির বাচ্চা মুরগি বোরহান মাদবরের বাড়িতে গেলে বোরহান মাদবর আমার স্বামীকে ডেকে নিয়ে কয়কজনে মিলে গালিগালাজ শুরু করেন। তার প্রতিবাদ করার কারণে তারা আমার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে। তখন আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর আমার দেবর ও শ্বশুর আমার স্বামীকে বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।  

জাজিরা থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।