ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেচে-গেয়ে নবান্ন উৎসবে মাতলেন চৈতন্যপুর গ্রামের মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
নেচে-গেয়ে নবান্ন উৎসবে মাতলেন চৈতন্যপুর গ্রামের মানুষ

রাজশাহী: বাংলার প্রকৃতিতে সদ্যই অভিষেক ঘটল অগ্রহায়ণের। তবে ভোরের স্নিগ্ধতায় দূর্বাঘাসের ডগায় এখনই মিলছে চকচকে শিশিরের উপস্থিতি।

শুভ্র শরতের বিদায় ঘটতেই বরেন্দ্রর মাঠজুড়ে উঁকি দিচ্ছে সোনালি ফসল।  

মূলত- অগ্রহায়ণ মাসকে বলা হয়, ধান কাটার মৌসুম। সেই সম্রাট আকবরের শাসনামল থেকেই চলে আসছে এই রীতি। তাই দিগন্ত জোড়া মাঠে এখন চলছে ধান কাটার উৎসব। মাঠের পাকা ধান আর ঘরে-ঘরে পিঠাপুলির আয়োজনের মধ্যে দিয়ে এই হেমন্তেই শুরু হয়ে যায় নবান্ন উৎসব।

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তাই কৃষক-কৃষাণীর উঠোনে এখন নতুন ধানের ম ম গন্ধ বিরাজ করছে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী অগ্রহায়ণের প্রথম দিনই আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে আয়োজন করা হয়েছিল এমনই এক বর্ণিল নবান্ন উৎসবের।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বরেন্দ্রের গ্রামীণ এই জনপদে নেচে-গেয়ে ধান কাটার মৌসুম শুরু করেছেন এখানকার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা। নাচ-গান ছাড়াও সেখানে ছিল ভিন্নধর্মী সব খেলাধুলার আয়োজন। এর ফাঁকে ফাঁকেই চলছিল আমন্ত্রিত অতিথিদের বক্তব্য।

সাধারণত প্রতিবছরই এই গ্রামে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। আবহমান বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান মনির গেল ছয় বছর ধরেই আয়োজন করছেন নবান্ন উৎসবের।

এবারও তিনি গ্রামের সবাইকে নিয়ে আয়োজন করেন এই উৎসবের। এদিন তাই রাজশাহীর গোদাগাড়ীর চৈতন্যপুর গ্রামজুড়ে বয়ে যায় খুশির বন্যা। বিশেষ করে এই দিনটিকে ঘিরে উৎসব-আনন্দে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই গ্রামের মানুষের চোখে-মুখে দেখা যায় খুশির ঝিলিক।  

পয়লা অগ্রহায়ণ উপলক্ষে গ্রামের এ উৎসবের দিন কৃষকের বাড়িতে বাড়িতে ভালো খাবার তৈরি করা হয়। বাড়িতে মেয়ে-জামাই ও আত্মীয়-স্বজনরা আসেন দাওয়াতে। দুপুরের মধ্যেই বাড়ির কাজ শেষ করে সবাই চলে যান মাঠের উৎসবে।

নতুন শাড়ি পরে শুরুতেই ধারালো কাস্তে হাতে ধান ক্ষেতে নামেন নয়জন নারী। জাতীয় সংগীতের পর ধান কাটা উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। তারপর সেই নয়জন নারী চোখের পলকেই কেটে সাবাড় করেন প্রায় পাঁচ কাঠা জমির ধান।  

ক্ষেতের পাশেই ছিলেন সারা গাঁয়ের মানুষ। ছিলেন বাইরে থেকে আসা আমন্ত্রিত অতিথিরাও। আর তখন সবার চোখই ছিল মামনি তির্কি, চম্পা খা খা ও ঝিনুক মালাদের দিকে। তাদের ধান কাটার গতি সবাইকে মুগ্ধ করে দিয়েছে এবারও।  

শুরুতেই ধান কাটার প্রতিযোগিতায় নামেন ফর্সাপাড়া গ্রামের রেখা কুজুর, স্বপ্ন লাকড়া, উরিনা লাকড়া; কান্তপাশা গ্রামের সুচি মিনজ, রোজিনা টপ্পো, মামনি তির্কি এবং ফর্সাপাড়া গ্রামের বিমলা বেগ, ঝিনুক মালা ও চম্পা খা খা’র দল।

ফর্সাপাড়া গ্রামের রেখা কুজুরের দল সবার আগে নিজেদের সারির ধান কেটে প্রথম হয়।

প্রতিযোগিতায় নেমে তিনজনের প্রতিটি দলকে লম্বালম্বি ২১ গোছা ও চওড়ায় ১৪ গোছা ধান কাটতে হয়। মোট ধানের গোছা হয় ২৯৪টি।  

রেখা কুজুরের দল ১০ মিনিট ১২ সেকেন্ডে সব ধান কেটে শেষ করেন। দ্বিতীয় হওয়া কান্তপাশা গ্রামের দলটি সময় নেয় ১০ মিনিট ৪৮ সেকেন্ড। আর তৃতীয় হওয়া ফর্সাপাড়া গ্রামের অপর দলটি একই কাজের জন্য সময় নেয় ১১ মিনিট।

রাজশাহীর গোদাগাড়ীর চৈতন্যপুর গ্রামে প্রাচীন নবান্ন উৎসবকে ঘিরে এমন প্রতিযোগিতা হচ্ছে গেল ছয় বছর ধরে। আর গত তিন বছর প্রথম হয়েছে ফর্সাপাড়া গ্রামের রেখা কুজুরের দল। সবাইকে তাক লাগিয়ে দিয়ে এবারও তারা দখল করে নিয়েছে শীর্ষস্থান। অনুষ্ঠান শেষে প্রথম হওয়া তিন নারীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় শাড়ি। অন্য দুই দলের ছয় নারী পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে রঙিন গামছা।

কৃষিক্ষেত্রে ভালো অবদান রয়েছে এমন একজন ব্যক্তিকে প্রতি বছরই এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আনা হয়। আজকের এই অনুষ্ঠানে এসেছিলেন রাজশাহীর তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ; অসহায় মানুষকে বিনামূল্যে ভেষজ চিকিৎসা দেওয়া বগুড়ার কাহালুর আবদুল কাদের খান এবং নওগাঁর শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ। ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাজশাহীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন এবং সাংবাদিক আবু সালেহ মো. ফাত্তা। অনুষ্ঠানে ফুলের মালা পরিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীরা অতিথিদের বরণ করে নেন।

বরেন্দ্র অঞ্চলে এই নবান্ন উৎসবের আয়োজক মনিরুজ্জামান মনিরের বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে তার নামডাক রয়েছে এই অঞ্চল জুড়েই।

উচ্চশিক্ষিত এই কৃষক গোদাগাড়ীর উপজেলার চৈতন্যপুর গ্রামে চাষাবাদে নামেন প্রায় এক যুগ আগে। বৈচিত্র্যময় সব ফল-ফসল চাষের মাধ্যমে স্থানীয় কৃষিকে তিনি সমৃদ্ধ করে চলেছেন। একদিকে তিনি যেমন সফলতা পেয়েছেন সবাইকে নিয়ে অন্যদিকে হয়েছেন স্বাবলম্বীও। তাই গ্রামের মানুষকে বছরের এই একটা দিন আনন্দ দিতেই এমন আয়োজন করছেন বলে জানালেন।

মনিরুজ্জামান বলেন, একজন কৃষক নানান কারণে সারা বছরই সমস্যার মধ্যে থাকেন। একদিকে প্রতিকূল আবহাওয়া আরেক দিকে দরিদ্রতার সঙ্গে লড়তে হয় তাদের। এত কষ্ট করে ফসল ফলিয়েও তারা ভাল লাভ করতে পারেন না। এর পরও জীবন সংগ্রামে টিকে থাকতে হয়। তাই বছরের এদিনটিতে নির্মল আনন্দ দিতেই এমন আয়োজন করেন তিনি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) উম্মে ছালমা বলেন, আবহমান বাংলার চিরায়ত রূপ কল্পনা করলেই চোখে ভাসে নবান্ন উৎসবের কথা। এটি বাংলার কৃষ্টি-কালচারের সঙ্গে মিশে আছে বহুকাল ধরেই। এক সময় কার্তিককে মরা কার্তিক হিসেবে জানত সবাই। তবে সেই মরা কার্তিক এখন আর নেই। কার্তিক শেষ, অগ্রহায়ণের শুরু এই সময়ে নতুন আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকের ঘরে ঘরে আমন ধান উঠছে। এই সময়ে নবান্নের উৎসবকে সবাই দারুণভাবে উপভোগ করেন। কাজেই এই ধরনের অনুষ্ঠানকে তিনি সাধুবাদ জানান। আর এটি কৃষি ও কৃষকের সুন্দর স্মৃতি বলেও উল্লেখ করেন জেলার ঊর্ধ্বতন এই কৃষি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।