ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের দুইশ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
নাজিরপুরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের দুইশ নেতাকর্মীর নামে মামলা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ  আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) রাতে ও একই দিন দুপুরে মামলা দুটি দায়ের করা হয়।

 

দায়ের হওয়া মামলার একটিতে উপজেলা যুবদলের নেতা মো. এনামুল হক লিটন শেখ বাদী হয়ে ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাত করে এবং অন্যটিতে যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হয়ে ২৫ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত করে মামলা দুটি দায়ের করা হয়।

মামলার দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোশারেফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান প্রমুখ।

মামলার একটিতে উল্লেখ করা হয়েছে, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে নাজিরপুরে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের ওপর বোমা হামলা ও গুলি করা হয়। এতে তাদের ৪০-৫০ জন নেতাকর্মী আহত সহ তাদের গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এতে তাদের প্রায় ৪৬ লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া অন্যটিতে গত ২০২৩ সালের ২৭ অক্টোবর উপজেলা সদরের হরি মন্দির সংলগ্ন রাস্তায় মামলার বাদী এনামুল হক লিটনসহ দলীয় নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালনের উদ্দেশে নাজিরপুরে আসার পথে তাদের ওপর অভিযুক্তরা বোমা হামলাসহ মারধর করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।