ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচির নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

রোববার (১৭ নভেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জন মানুষে জেগেছে বৈষম্যহীনমুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। নতুন ও পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন।  

কমনওয়েলথের সহকারী মহাসচিব বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি।

সৌজন্য সাক্ষাৎকারের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।