মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে প্রস্তাবিত মসজিদ নির্মাণের বালু বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে রাজৈরের হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের মহেন্দ্রদি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, ২৩ নম্বর মহেন্দ্রদি মৌজার বিআরএস ১১৫০ নম্বর দাগের মৃত সিরাজুল হক মুন্সির ছেলে ছাইয়াদুল মুন্সির মালিকানাধীন চার শতাংশ জমি এক লাখ সত্তর হাজার টাকায় ক্রয় করেন হরিদাসদি মাতুব্বরবাড়ি (প্রস্তাবিত) মসজিদের সভাপতি। মাদারীপুরের রাজৈর সাব-রেজিস্টার অফিসে ওই চার শতাংশ জমি ১৯৩৭ নম্বর দলিল মূলে গত চলতি বছরের ১৪ এপ্রিল রেজিস্ট্রি হয়। এরপর জমিতে বালু ভরাট করেন স্থানীয় মুসল্লিরা।
সম্প্রতি প্রস্তাবিত মসজিদের বালু ট্রাকে করে বিক্রি করেন হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম। বাধা দিলে মামলা ও হামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরই প্রতিবাদে সোমবার বিকেলে প্রস্তাবিত মসজিদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। বালু বিক্রি বন্ধের পাশাপাশি এ ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিচার দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় মুসল্লি আব্দুল সামাদ মাতুব্বর, আসাদুল মাতুব্বর, আব্দুল কুদ্দুস মাতুব্বরসহ অনেকেই।
এ ব্যাপারে রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, স্থানীয় তহলিশদারের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ