ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় দুই পাখি শিকারিকে জরিমানা, ১৫ পাখি অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সিংড়ায় দুই পাখি শিকারিকে জরিমানা, ১৫ পাখি অবমুক্ত

নাটোর: নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারের দায়ে মো. মকবুল হোসেন (৫২) ও মো. দুলাল হোসেন (৩৫) নামে দুই শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় হুটুটিটি, কাঁদাখোচা, ভাড়ইসহ বিভিন্ন প্রজাতির ১৫টি পাখি ও পাঁচটি কারেন্ট জালের ফাঁদ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন। এছাড়া জনসম্মুখে স্থানীয় স্থাপনদিঘী বাজারে পাখিগুলো অবমুক্ত ও জব্দকৃত পাঁচটি কারেন্ট জালের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, শীতের শুরুতেই চলনবিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। মঙ্গলবার ভোরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা স্থাপনদিঘী ও বেলঘড়িয়া বিলে অভিযান চালিয়ে দুই পেশাদার শিকারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হুটুটিটি, কাঁদাখোচা, ভাড়ইসহ বিভিন্ন প্রজাতির ১৫টি পাখি উদ্ধার করা হয়। পরে স্থাপনদিঘী বাজারে পাখিগুলো অবমুক্ত ও জব্দকৃত পাঁচটি কারেন্ট জালের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে দুই পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাখি রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে লাখ লাখ পাখির আগমন ঘটে। আর এই সময় এক শ্রেণির লোভী শিকারিরা রাতের আঁধারে পাখি শিকারে নেমে পড়েন। বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে এক যুগ ধরে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা দুর্গম বিলে ছুটে যাচ্ছেন। বিল পাড়ের মানুষদের সচেতন করছেন। পাশাপাশি পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে সাজার আওতায় আনা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।