ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ 

ফরিদপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

 

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, এখানে কী ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না।  

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে ‘খুনি সংগঠন’ মানুষকে হত্যা করেছে, সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চান না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে, তার বিপরীতে একটি অর্থবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই।  

নাসির উদ্দীন বলেন, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছি। তারা ৩১ দফা দাবি পড়েছে এবং তাদের পরামর্শ আমাদের ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী, সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরা নিহত হয়েছেন অনেকে। সব স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে আসেনি। পাঠ্যবইগুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন বলে তিনি মনে করেন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ নেতা-কর্মীরা।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতা-কর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।