ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট: সিলেট সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ৭০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানে এ মালামাল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়ন।



বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবৈধ পথে বাংলাদেশের অভ্যন্তরে আনার চেষ্টাকালে এসব মালামাল জব্দ করে। এরমধ্যে রয়েছে, বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটসাইকেল। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়।  

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯শ টাকা হবে বলে জানানো হয়। আটক করা মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।