ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রাইভেটকারচাপায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
বগুড়ায় প্রাইভেটকারচাপায় বাইক আরোহী নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় প্রাইভেটকারের চাপায় আহসান হাবীব (২০) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নসিপুর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহসান হাবীব বগুড়ার গাবতলী উপজেলার কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নসিপুর কদমতলী এলাকায় বগুড়া থেকে আসা প্রাইভেটকার বিপরীত দিক তেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী আহসান হাবীব মারা যান। ঘটনার পর পরই প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।