ফরিদপুর: ফরিদপুরে রাব্বী হাসান ওরফে বাপী (৩০) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের তিন কর্মকর্তা। এ সময় আসামির স্বজনদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডের আসামির বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তাদের ওপর হামলা হলেও আসামি রাব্বী হাসান ওরফে বাপীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সাল ও সহকারী উপ-পরিদর্শক কর্ণ কুমার হালদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল এবং দুই উপপরিদর্শক কর্ণ কুমার ও সেলিমুজ্জামান গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে আসামির বাসায় গিয়ে তাকে আটক করে। আসামিকে নিয়ে আসার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধের মুখে পড়ে। এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে তার প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাঁ চোখে ঘুসি মারেন। এতে তিনি আহত হন। এ সময় আসামি রাব্বী হাসান এএসআই কর্ণ কুমারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি জখম হন। এসআই ফাহিম ও এএসআই কর্ণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, রাব্বীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
এছাড়া যে ব্যক্তি (রুস্তম) এসআই ফাহিমকে ঘুসি মেরেছেন, তাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরএ