নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্বভার দেওয়া হয়েছে।
তিনি বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
বাঙালিপুর ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিএনপি নেতা সাইদুল ইসলাম বাবলু, জামায়াতে ইসলামী বাঙালিপুর ইউনিয়ন শাখার আমীর মো. জয়নাল আবেদীন, বিএনপি বাঙালিপুর ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম খান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাঙালিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ডা. মো. সাবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাঙালিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আহসান হাবীব, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুধীজনসহ ইউনিয়নের সব ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙালিপুর ইউপির চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার গা ঢাকা দেন। তার অনুপস্থিতিরি কারণে ইউপিরও সার্বিক কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউপির চার নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআরএস