ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আমবাগানে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আমবাগানে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

রাজশাহী: রাজশাহী বাঘা উপজেলার একটি আমবাগান থেকে স্থানীয় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আনিসুর মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

নিহতের স্ত্রী পারভিন বেগম জানান, গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মনিগ্রাম বাজারে যান আনিসুর। কিন্তু রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ গ্রামের বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। কিন্তু পাওয়া যায়নি। এরপর শনিবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ওই আমবাগানে তার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে আনিসুর একজন সহজ-সরল মানুষ ছিলেন। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিবাহিত বড় মেয়ে আল্পনা খাতুন ডিভোর্সের কারণে বর্তমানে তার বাড়িতে আছেন। মেজ মেয়ে মদিনা খাতুন বয়স সাত বছর এবং ছেলে সোহাগ হোসেনের বয়স এক বছর। কিন্তু কৃষক আনিসুর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান, বাঘা থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।