ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৩ ডিগ্রির ঘরে নামলো দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা

দিনাজপুর ও পঞ্চগড় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
১৩ ডিগ্রির ঘরে নামলো দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা দিনাজপুর ও পঞ্চগড়ের ছবি

দিনাজপুর: ১৩ ডিগ্রির ঘরে নেমেছে দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা। এই দুই জেলায় ক্রমেই কমছে তাপমাত্রার পারদ।

বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনে সূর্যের আবির্ভাব সকালে হলেও তাপ কম থাকছে।  

সোমবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর ও পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।  

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

সোমবার (২৫ নভেম্বর) কুয়াশা তুলনামূলক কম থাকলেও কনকনে হিমেল হাওয়ার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন দিনাজপুরে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন গায়ে জড়িয়েছেন মোটা জামাকাপড়।  

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নভেম্বর মাস জুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  

এদিকে সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।  

এদিন সকালে জেলাজুড়ে কিছুটা কুয়াশা লক্ষ্য করা গেলেও সকাল ৭টার পর দেখা মিলেছে সূর্যের। স্থানীয়রা বলছেন, দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তন হয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করলেও সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় হিমশীতল বাতাসের সঙ্গে পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে। পরে তাপমাত্রা বাড়লেও কুয়াশা ঝরা হিমশীতল বাতাসে শীতে কাঁপতে শুরু করেছে পঞ্চগড়।  

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গতকাল সন্ধ্যার পর শুরু হয় হিমেল বাতাস। সে বাতাসে রাত ৯টার মধ্যে শহরের হাটবাজার কিছুটা জনশূন্য হয়ে পড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। সোমবার সকাল ৭টা পর্যন্ত স্থায়িত্ব থাকে কুয়াশার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। আজ তা কমে সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে নেমে যায়। এছাড়া রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও এদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।