ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হত্যা মামলার দুই আসামি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
মানিকগঞ্জে হত্যা মামলার দুই আসামি আটক  আসামিরা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের আলোচিত আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সিপিসি-৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের এ তথ্য জানা যায়।

 

আটকরা হলেন- জেলার সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে মো. সোয়েব (২২) ও মো. ছাকিন (২০)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম আশরাফুল ইসলাম পলাশ (৩৩) সাভারের নবীনগরে অবস্থিত কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। বৈবাহিক সূত্র ধরে ভিকটিম পলাশ মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। বসবাস করা অবস্থায় পার্শ্ববর্তী প্রতিবেশী সোয়েব এবং ছাকিনের সঙ্গে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। চলতি বছরের ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কথা আছে বলে ভিকটিম পলাশকে বেওথা ব্রিজে নিয়ে যান আসামিরা। ওই ব্রিজের নিচে থাকা আরও কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পলাশের মাথা লক্ষ্য করে আঘাত করেন আসামিরা। পলাশ মাটিতে পড়ে গেলে আসামিরা মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় পলাশের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।  

স্থানীয়রা আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। পথে পলাশের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি হলে তাকে নিয়ে এসে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম পলাশ মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের বড় ভাই মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিপিসি-৩, র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের তিস্তা ব্রিজের পাশের টোল প্লাজার কাছাকাছি স্থান থেকে দুজনকে আটক করা হয়। আটকদের এরই মধ্যে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।