ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৪ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৪ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে চারদিন ধরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, শুনেছি আগামী সোমবার থেকে চালু হতে পারে।

তবে আমি নিশ্চিত নই। গত বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ভারতের কৈলা শহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুদেশের বাণিজ্যিক কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার বিকেলে ভারতের কৈলা শহরে ইসকন সদস্যদের বাধায় হঠাৎ ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। এ ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা চলছে।

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ফলে মারাত্মক সমস্যা পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, আমরা অপ্রস্তুত ছিলাম। বুধবার প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। তবে আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

এ স্থল বন্দর দিয়ে আগে ভারতীয় মালবাহী গাড়ি প্রবেশ করলেও বর্তমানে ভারত থেকে কোনো মালবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করে না। তবে বাংলাদেশ থেকে পণ্যবোঝাই গাড়ি প্রবেশ করে। এ গাড়ির সংখ্যা দৈনিক তিনটি থেকে ছয়টি হয় বলে জানান চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।