ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় আলমগীর হোসেন (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় হাসান মাহমুদ (১৭) ও ফেরদৌস (৪০) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত হাসান একজন শিক্ষার্থী ও রামগতি উপজেলার চর সেকান্দর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং ফেরদৌস অটোরিকশা চালক, তিনি চর সীতা গ্রামের ইদ্রিসের ছেলে।  

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকি দুইজন চিকিৎসাধীন।  

স্থানীয় লোকজন ও আহতদের স্বজনরা জানায়, রোববার সকালে রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি অটোরিকশা। সেটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আলমগীর। আহত হন কলেজ শিক্ষার্থী হাসান মাহমুদ ও অটোরিকশা চালক ফেরদৌস। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।  

নিহত আলমগীরের ভগ্নিপতি মো. জামাল হোসেন বলেন, লক্ষ্মীপুর আদালতে থাকা একটি মামলায় আলমগীরের হাজিরা ছিল। তিনি হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।