ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমরা মানুষের অগ্রাধিকার বোঝার চেষ্টা করছি: আব্দুল মুয়ীদ চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
আমরা মানুষের অগ্রাধিকার বোঝার চেষ্টা করছি: আব্দুল মুয়ীদ চৌধুরী

ঢাকা: জনপ্রশাসন সংস্কার কমিশনের কর্মযজ্ঞ ব্যাপক। সে হিসেবে কাজ করার আগে কমিশন সংশ্লিষ্টরা দেশের মানুষের অগ্রাধিকার বোঝার চেষ্টা করছে।

আগামী তিন মাসের মধ্যে এ কর্মযজ্ঞ সম্পাদন করার আশাও করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

এ কথা জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। রোববার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কমিশনের ১২তম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সে সময় এসব কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা মানুষের অগ্রাধিকারটা বোঝার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। আমাদের কাজ ব্যাপক। সেজন্য আমাদের একটু সময় লাগছে। তিন মাস সময়ে এটা করা খুব কঠিন। তবু আমরা চেষ্টা করবো সরকারের নির্দেশনা মতো তিন মাসের মধ্যেই এটা করতে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করবো। যেন এ ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরও থেকে যায়, যত চেষ্টা করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাইবে। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে একদিনে পরিবর্তন আনা সম্ভব না। আমরা সুপারিশ দেব। আমরা বলি- কাক কাকের মাংস খায় না। আমলাদের ওপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে।

আব্দুল মুয়ীদ চৌধুরী আরও বলেন, আমরা এগোচ্ছি। আমরা তিনটি গ্রুপ করে আমাদের কাজটা ভাগ করেছি। ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। অন্যরা করেনি, কারণ তাদের এটা দরকার নেই। আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করবো, তাই আমরা এটা করেছি।

কমিশনের প্রধান আরও বলেন, আমরা রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি এবং আলাদা করে গণশুনানি করেছি। আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণ কী চিন্তা করছেন, কী বলছেন সেটা শোনা। আমরা নাটোরে মিটিং করেছি। আমরা একটা প্রশ্নমালা দিয়েছি। আমরা আরও দুটি প্রশ্ন তৈরি করে দিচ্ছি। এটি আমরা দশ দিনের জন্য দিচ্ছি। সেখানে একটি প্রশ্ন থাকছে, আপনি সরকারি প্রতিষ্ঠানে কখনো গিয়েছেন কি না? গেলে আপনার অভিজ্ঞতা কী? যেন মানুষ আরও সুনির্দিষ্টভাবে বলতে পারে। আমরা একই সঙ্গে ছাত্রদের জন্য আলাদা একটি প্রশ্নমালা দিচ্ছি। এসব বিষয় নিয়ে আমাদের কাজ এগোচ্ছে।

তিনি বলেন, গণশুনানিতে মানুষ একটা সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছে যে, তিনি সন্তুষ্ট কি না? ব্যাপক সংখ্যক লোক বলেছেন ‘সন্তুষ্ট না’। তারা যে সন্তুষ্ট না, সেটা তো বোঝাই যাচ্ছে। সন্তুষ্ট নয় বলেই তো সরকার পরিবর্তন হয়েছে। মানুষের অগ্রাধিকারটা আমরা বোঝার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।