ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

মাগুরা: মাগুরা সদরের মৌলভীবাজার গোরস্তান পাড়ায় মাদকাসক্ত মোফিজুর শেখের ছুরিকাঘাতে তার বাবা সুরমান শেখ নিহত হয়েছেন।  

রোববার (১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মোফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য বাবাকে বিভিন্ন সময় জমি বিক্রি করতে চাপ দিয়ে আসছিলেন তিনি। রোববার সকালে বাড়িতে শুধু সুরমান ও তার ছেলে মোফিজুর ছিলেন। সকালে ঘরের বারান্দায় বসেছিলেন সুরমান। এসময় মাদক কেনার টাকা দিতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যান মোফিজুর। এ অবস্থায় স্থানীয়রা সুরমানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রফিকুল ইসলাম জানান যে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।