ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত: নাগরিক কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত: নাগরিক কমিটি

ঢাকা: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।  

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এ দাবি করেন। এছাড়া ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি উগ্র সংগঠন।

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদের আগরতলার যে সহকারী হাইকমিশন রয়েছে, সেটি আমাদের অংশ। সেখানে হামলা করা এবং কর্মকর্তাদের ওপর নিপীড়ন করা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।  

তিনি বলেন, এজন্য আমরা প্রতিবেশী দেশ, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনীতিবিদদের আহ্বান জানাব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। যদি চর্চা করেন, হয়তোবা দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।  

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছিল, সেরকম একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। আমরা তাদের শান্তি বজায় রাখার আহ্বান করব। যারা বাংলাদেশের অস্তিত্বের ওপর হুমকি দিচ্ছেন, আমরা তাদের নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।  

সীমান্ত হত্যার বিষয় উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ডও দেখতে চাই না। সেকারণে সরকারি প্রতিষ্ঠান দ্রুত উদ্যোগ নেবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায্য সমাধানে আসবেন বলে আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিনসহ নাগরিক কমিটির নেতারা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।