ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অঙ্কুরিত হয়নি প্রণোদনার পেঁয়াজ বীজ, ক্ষতিগ্রস্ত কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
অঙ্কুরিত হয়নি প্রণোদনার পেঁয়াজ বীজ, ক্ষতিগ্রস্ত কৃষক

ফরিদপুর: পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর জেলা। এই জেলা থেকে প্রতিবছর প্রায় ৬ লক্ষ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে।

সেই লক্ষ্যে প্রতিবছর সরকারিভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে পেয়াঁজ বীজ বিতরণ করা হয়ে থাকে। তবে এবারের প্রণোদনার পেঁয়াজ বীজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। সংশ্লিষ্টদের গাফিলতিতে নিম্নমানের বীজ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বিষয়টির সত্যতাও পেয়েছেন বলে উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।  

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে রবি মৌসুমের আওতায় ৫ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিকদের কৃষকদের মাঝে তাহেরপুরী, বারি পেঁয়াজ-৪ ও ৬ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। প্রণোদনা হিসেবে এক কেজি পেঁয়াজ বীজের সাথে ২০ কেজি সারও বিতরণ করা হয়। এরমধ্যে তাহেরপুরী জাতের ৪ হাজার ও বারি জাতের ১২’শ কেজি বীজ বিতরণ করা হয়েছে। এই প্রণোদনা পাওয়া সকল কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

কৃষকরা বলছেন, এসব বীজের ৫ শতাংশ বীজও অঙ্কুরিত হয়নি। এমনকি কোনো কোনো কৃষকের জমিতে অঙ্কুরিত বীজের হার শতাংশ। তবে উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, ২০-৩০ শতাংশ বীজ অঙ্কুরিত হওয়ার সরেজমিন প্রমাণ পেয়েছেন। এই হারও সন্তোষজনক নয় বলে জানান তারা।
 
এসব বীজ বপনের সময় শেষ হওয়াতে বর্তমানে হতশায় দিন কাটছে কৃষকদের। এ বছর সালথা উপজেলা কৃষি অফিস থেকে তাহেরপুরী জাতের এক কেজি বীজ পেয়েছেন মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের কৃষক আহসান মোল্যা। তিনি দুই বিঘা (১০৫ শতাংশ) জমিতে পেঁয়াজ চাষ করবেন। এ লক্ষ্যে প্রণোদনার এক কেজিসহ আরও এক কেজি বীজ চড়া দামে ক্রয় করে বপন করেন। কিন্তু প্রণোদনায় পাওয়া বীজের অঙ্কুরিতের হার দেখে হতাশ হয়ে পড়েছেন তিনি। শুধু তারই নয়, ওই এলাকার কারও বীজ অঙ্কুরিত হয়নি বলে অনেক কৃষক অভিযোগ করেন।  

আহসান মোল্যা বলেন, আমি যে বীজ পেয়েছি তার কিছুই জ্বালায়নি (অঙ্কুরিত)। কয়েকদিন পরেই হালি পেঁয়াজ লাগানো শুরু হবে। এখন নতুন করে বীজও পাওয়া যাচ্ছে না বা বুনানোর (বপন) সময়ও শেষ। আমি এখন কি করবো জানিনা। এই পেঁয়াজ দিয়ে আমাদের সংসার চলে। এ বছর পেঁয়াজ বীজের দাম আমার কেনার (ক্রয়ের) ক্ষমতার বাইরে থাকায় উপজেলা থেকে এক কেজি বীজ পেয়ে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু তার কিছুই জ্বালায়নি। আমি এর ক্ষতিপূরণ এবং জড়িতদের বিচার চাই।  

একই হতাশা ব্যক্ত করেন নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হতদরিদ্র কৃষক নজরুল মিয়া। তিনি মাত্র এক বিঘা জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যে প্রণোদনা হিসেবে এক কেজি বীজ বপন করেন। কিন্তু তার জমিতে ৫ শতাংশ বীজও অঙ্কুরিত হয়নি বলে জানান।  

তিনি বলেন, আমাদের এমন ক্ষতি করল কেন। এখন কি দিয়ে চাষাবাদ করব? আমাদের ক্ষতিপূরণ না দিলে সংসার নিয়ে বাইচ্যা থাকতে পারব না।

কৃষকদের এমন ক্ষতির দায়ভার নিতে চাচ্ছে না সংশ্লিষ্ট উপজেলা কমকর্তারা। তারা বিএডিসি কর্মকর্তাদের দায়ী করছেন।  

নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, আমাদের কাজ শুধু বিতরণ করা। বীজ পরীক্ষা-নিরিক্ষা করার দায়িত্ব বিএডিসি (বীজ বিপণন) কর্মকর্তাদের। এর জন্য তারাই দায়ী।

তিনি আরও বলেন, আমরা সরেজমিনে গিয়ে সত্যতাও পেয়েছি। এবারের বীজ অঙ্কুরিতের হার সন্তোষজনক নয়। বিষয়টি জেলা প্রশাসক ও বিএডিসি কর্মকর্তাদের অবগত করা হয়েছে এবং সম্প্রতি ডিসি স্যারের সাথে আমাদের জরুরি মিটিংও হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিএডিসির জেলা বীজ বিপণনের উপ-পরিচালক সৈয়দ কামরুল হকের মুঠোফোনে একাধিকার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এমনকি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।  

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান মোল্যা বলেন, তাহেরপুরী জাতের বীজ ২০-২৫ শতাংশ এবং বারি জাতের বীজ ১৫-২০ শতাংশ অঙ্কুরিত হয়েছে। বিষয়টি নিয়ে জরুরি মিটিংও করা হয়েছে এবং খতিয়ে দেখার জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিকতর গুরুত্বের সাথে দেখার জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।