ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুলিশের কাজে কোনো পর্দা থাকবে না: অতিরিক্ত পুলিশ কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭ পিএম, ডিসেম্বর ৪, ২০২৪
পুলিশের কাজে কোনো পর্দা থাকবে না: অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকা: পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, পুলিশের কাজে কোনো পর্দা থাকবে না। পুলিশ কি কাজ করে তা জনগণ দেখবে।

পুলিশের বিধির বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। জনগণের কাছে আমাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে তেজগাঁও থানায় আয়োজিত পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও এলাকার নাগরিকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারণ মানুষের কাছ থেকে ততো বেশি সহযোগিতা পাবে। আমরা জনসাধারণকে থানায় আনতে চাই না, পুলিশই আপনাদের দোরগোড়ায় যাবে এবং আপনাদের সমস্যার কথা শুনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ প্রোঅ্যাকটিভ কাজ করবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসসি/এসএএইচ

বাংলাদেশ সময়: ১১:১৭ পিএম, ডিসেম্বর ৪, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।