সিলেট: নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়কে ২৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ৩৪ জন।
বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।
নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, তিনজন আহত হন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হন এবং হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হন।
নভেম্বরে বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজি চালিত অটোরিকশাচালক, লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিহত ৩২ জনের ২৪ জনই পুরুষ, ৫ জন নারী এবং শিশু রয়েছে ৩ জন।
নিরাপদ সড়ক চাই–এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিসচা সিলেটের সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বিভাগীয় কমিটি।
এর আগে গত অক্টোবরে নিসচা সিলেট বিভাগীয় কমিটির দেওয়া তথ্যমতে, চার জেলায় ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এনইউ/আরএ