মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক ও নিয়মিত মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বুধবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত থানা পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি বানী ইসরাইল বলেন, বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১০ জনকে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরএ