ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ট্যাগিংয়ের’ ভয় না করে ‘সিরিয়াস সাংবাদিকতা’র আহ্বান প্রেস সচিবের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
‘ট্যাগিংয়ের’ ভয় না করে ‘সিরিয়াস সাংবাদিকতা’র আহ্বান প্রেস সচিবের

ঢাকা: কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি পারলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখেন।  

ট্যাগিংয়ের ভয় না করে সিরিয়াস সাংবাদিকতার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্ব ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা চাই আপনারা সবাই লেখেন, কারা কারা জঙ্গিতে জড়িত হচ্ছে, আমাদের সমাজে রেডিকালিজম আছে। আমরা চাই আপনারা সিরিয়াস জার্নালিজম করেন। আমাদেরকে জানান, কারা কারা এখানে জড়িত। আপনারা যদি ট্যাগিংয়ের ভয়ে বন্ধ করে দেন, আমরা কীভাবে জানব। অনেক ক্ষেত্রে আমরা তো পুলিশের ওপর নির্ভর করতে পারি না। আপনার জার্নালিজম আমাদেরকে তথ্য প্রদান করে। আগেই যদি একটা কনক্লুশন ড্র করে ফেলেন যে ওই বিষয়ে রিপোর্ট করা যাবে না, তাতো একটা ভয়াবহ বিষয়। এটা আমরা চাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা সবাইকে বলছি, আপনি পারলে অধ্যাপক ড. ইউনূসকে নিয়ে লেখেন। আমাদেরকে নিয়ে লেখেন, আমরা কি কি করছি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন। আমার সিস্টেমেটিক ফেইলর থাকলে আমাকে নিয়ে লেখেন। সমাজে সততা আসুক। সবাইকে নিয়ে লেখেন। প্রথম আলোর জার্নালিজম নিয়ে বড় একটা লেখা লেখেন। আমি হই আর আমার বস হোক আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে না। একে নিয়ে লেখা যাবে না, ওকে নিয়ে লেখা যাবে না, এটা খুব বাজে জিনিস, আমরা এটা থেকে মুক্ত হতে চাই।  

প্রথম অধিবেশনে সঞ্চালনা করেন টিআইবি পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহা. বদরুদ্দোজা, অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক কুররাতুল-আইন-তাহমিনা, গ্রামের কাগজ (যশোর) সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ইউএসএ (ওয়াশিংটন) প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।