ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা ঢাকায় অবস্থিত দেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ সফরকালে সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত সামরিক উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তারই ধারাবাহিকতায় আজ নোবেল-জয়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টারা ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন। সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/এইচএ/