ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনার ডুবোচরে ধাক্কা খেয়ে মাছধরার নৌকা ডুবে মামা-ভাগিনার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
মেঘনার ডুবোচরে ধাক্কা খেয়ে মাছধরার নৌকা ডুবে মামা-ভাগিনার মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনানদীতে মাছ ধরতে যাওয়ার পথে ডুবোচরে ধাক্কা খেয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে মারা গেছেন দুই জেলে।

এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।  

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনানদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চরের আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয়রা জানায়ন, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি মাছধরার নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনানদীতে বেহুন্দি জাল বসাতে যায়। শুক্রবার ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে গেলে যায়। এসময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন চারজন। পরে নৌকার ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো দেলোয়ার ও ইরান নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন।  

হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।