ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১০০ টাকায় ব্যাগভর্তি বাজার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
১০০ টাকায় ব্যাগভর্তি বাজার!

জয়পুরহাট: এক মাসের অধিক সময় ধরে জয়পুরহাট শহরে ব্যক্তি উদ্যোগে ‘একটু সুখের বাজার’ চালু রয়েছে। সেখানে ভর্তুকি দিয়ে হাট-বাজারে চেয়ে অর্ধেক দামে কাঁচা শাকসবজি বিক্রি করা হচ্ছে।

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘একটু সুখের বাজারে’ আরও বাড়তি ছাড় দিয়ে প্যাকেজ চালু করা হয়েছে। ১০০ টাকায় মিলেছে ব্যাগভর্তি বাজার।  

১০০ টাকায় ব্যাগভর্তি বাজার প্যাকেজ কিনতে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে ভিড় করছেন প্রতিদিনই। তারা ১০০ টাকায় ব্যাগভর্তি নতুন আলুসহ ১০ ধরনের সবজি কিনতে পেরে খুশি। ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে দুই দিন এই প্যাকেজ চালু থাকবে বলে জানিয়েছেন ‘একটু সুখের বাজারের’ উদ্যোক্তা।

২৭ অক্টোবর জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিবমন্দির প্রাঙ্গণে ‘একটু সুখের বাজার’ চালু করা হয়। সেখানে সাধারণ হাট-বাজারের চেয়ে সব ধরনের কাঁচা শাকসবজি দাম অর্ধেক।  

এই বাজারের উদ্যোক্তা রাজ কুমার খেতান। তিনি জয়পুরহাট শহরের বাসিন্দা। নিজেকে তিনি আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী বলে পরিচয় দেন।  

সরেজমিনে দেখা গেছে, শিবমন্দির মার্কেটের ভেতর একটি গলিতে থরে থরে সবজি সাজিয়ে রাখা হয়েছে। গলির পেছনে দিকে হাজারো নারী-পুরুষ লাইন ধরে আছেন। গলির প্রথমে উদ্যোক্তা রাজ খেতান রয়েছেন। একে-একে লোকজন গলির ভেতর ঢুকে রাজ খেতানকে ১০০ টাকা দিচ্ছেন। স্বেচ্ছাসেবীরা তাদের আলু, বেগুন, পটল, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শিম, ধনিয়া, কাঁচা মরিচ ও পালংশাক ব্যাগে ভরে দিচ্ছেন।

রাজ্জাক নামে এক ব্যক্তি আলুভাজা বিক্রি করেন। তিনি বলেন, ‘সারা দিন ঘুরে ২০০ টাকা রোজগার করি। এই টাকায় চাল কিনলে ঠিকমতো তরিতরকারি কিনতে পারি না। ১০০ টাকায় ব্যাগভর্তি বাজারের কথা শুনে দুপুর সাড়ে ১২টায় এসেছিলাম। ১০০ টাকায় ব্যাগ ভর্তি তরিতরকারি নিছি। এই বাজারে আমার দুই দিন চলবে। কম টাকায় বাজার পেয়ে খুশি লাগছে। ’

কাশিয়াবাড়ি গ্রামের লাভলী বেগম বলেন, ‘এক মাস আগে সুখের বাজার চালু হয়েছে। হাট-বাজারে চেয়ে সুখের বাজারে তরিতরকারির দাম অর্ধেক। আমরা নিম্ন আয়ের মানুষেরা অর্ধেক দামে এখান থেকে শাকসবজি কিনতেছি। এতে সংসারের খাবার খরচে অনেক সাশ্রয় হচ্ছে। আজকে ১০০ টাকায় ব্যাগভর্তি তরিতরকারি কিনছি। ’

উদ্যোক্তা রাজ কুমার খেতান বলেন, ‘আমি অক্টোবর মাসে নিজে বাজারে গিয়ে শাকসবজির দাম শুনে অবাক হয়েছিলাম। তখন আমার মনে হয়েছে সিন্ডিকেট করে শাকসবজির দাম বাড়ানো হয়েছে। এ কারণে সিন্ডিকেট ভাঙতে নিজেই ভর্তুকি দিয়ে ২৭ অক্টোবর একটু সুখের বাজার চালু করেছি। এটি আগামী রমজান মাস পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে। ’ 

তিনি বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই উপলক্ষে ডিসেম্বর মাসের প্রতি সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার প্যাকেজ চালু করেছি। আজকে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ১০০ টাকার ব্যাগভর্তি বাজার প্যাকেজ কিনেছেন। ’

জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী বলেন, একটু সুখের বাজার অর্ধেক দামে শাকসবজি পাওয়া যাচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাকে ধন্যবাদ জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই বাজারের নাম পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।