ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক প্রতীকী ছবি

সাতক্ষীরা: এক মাদকবিক্রেতাকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে গুরুর মোড় সংলগ্ন বেত্রাবতী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

আটক কারারক্ষীরা হলেন- মো. মামুন চৌধুরী (কারারক্ষী/৪৩০৪৬) ও এবং মো. রাজন বিশ্বাস (কারারক্ষী/৪২৮৮৮)। এদের মধ্যে মামুন চৌধুরী ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি এক মাদকবিক্রেতাকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে রাজনগর গ্রামে গুরুর মোড় সংলগ্ন বেত্রাবতী ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাফ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।