ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে উদ্ধার হওয়া ৯৮টি হাতবোমা নিষ্ক্রিয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
কালকিনিতে উদ্ধার হওয়া ৯৮টি হাতবোমা নিষ্ক্রিয়

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে সম্প্রতি উদ্ধার হওয়া ৯৮টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে সিটিটিসি-এর বিশেষায়িত টিম।  

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

কালকিনি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালকিনি পৌর এলাকার দক্ষিণ পাতাবালি গ্রামের সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভরা ২০টি হাতবোমা উদ্ধার করেছে। এছাড়া বিভিন্ন সময় কালকিনির বিভিন্ন স্থান থেকে আরও ৭৮টি হাতবোমা (ককটেল) উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।  

শনিবার সিটিটিসি-এর বিশেষায়িত টিম এসে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় বোমাগুলো ধ্বংস করে।  

এসময় উপস্থিত ছিলেন, বোম ডিসপোজাল ইউনিট স্পেশাল অ্যাকশন গ্রুপের পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক গোলাম মূর্তজা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, 'পাতাবালি এলাকার একটি কবরস্থান থেকে ২০টি ককটেল/হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, পাতাবালি গ্রাম থেকে ২০টিসহ বিভিন্ন সময় কালকিনির বিভিন্ন স্থান থেকে ৯৮টি হাতবোমা (ককটেল) উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছিল। শনিবার সেগুলো সিটিটিসি-এর বিশেষায়িত টিমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।