ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের পঞ্চম সমন্বয় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের পঞ্চম সমন্বয় সভা

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর পঞ্চম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদের সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ। এরপর জাইকা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজার শোকো সাকোমা।

সভায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মো. মেহেদী হাসান, ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ ও ডিআরএসপির প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা ডিআরএসপির গত ছয় মাসের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।  

সভায় উপস্থাপিত ডিআরএসপির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- পাবলিক পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (পিপিইপি) এর অধীনে চারটি প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কোর্সের আওতায় ডিএমপির ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া, আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় ৫০টি স্কুলে পিপিইপি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ, ডিআরএসপির আওতায় ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা এবং ট্রাফিক সপ্তাহ আয়োজন। তাছাড়া ডিআরএসপির আওতায় ট্রাফিক দুর্ঘটনা প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দুর্ঘটনার প্রতিবেদন সংগ্রহ এবং বিশ্লেষণ করার জন্য ‘ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্র্যাশ (ডিএআরসি)’ অ্যাপ চালু এবং তথ্য সংগ্রহের জন্য ‘রেসপন্ডিং অফিসার অবজারভেশন ফর্ম (আরওওএফ)’ চালু করা হয়েছে। ইতোমধ্যে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততাকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি পাইলট প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিআরএসপির আওতায় ইতোমধ্যে জাপানে দুটি এবং ভারতের হায়দ্রাবাদে একটি প্রশিক্ষণ সেশনে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৪২ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাছাড়া ইতোমধ্যে ঢাকার সড়ক নিরাপত্তার প্রচারের জন্য সাংবাদিকদের জন্য একটি মিডিয়া ফেলোশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।  

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, জাইকার কর্মকর্তা, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ডিএনসিসি ও ডিএসসিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত কমিটির সদস্যরা ডিআরএসপির বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ ঢাকা মহানগর এলাকায় ২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আউটপুটসমূহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। ইতোমধ্যে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর চারটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।