ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ বিদেশিরা

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ বিদেশিরা

সুন্দরবন থেকে ফিরে: হিমশীতল ঠান্ডা বাতাস, ছায়া-শীতল পথ, ঘন সবুজ বন, জলরাশি, পাখির কলকাকলিতে যে কারো মন ভালো হয়ে যাবে। নৈসর্গিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর শান্ত, সুন্দর, ঐশ্বর্যময় এ জায়গাটির নাম সুন্দরবন।

বিশালত্ব, সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন পৃথিবীর সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনটি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত। বর্তমানে শীত মৌসুমের শুরু হতে না হতেই এ বন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রকৃতির স্বাদ ও সুন্দরবনের সৌন্দর্য দেখে দেশি পর্যটকদের পাশাপাশি ভীষণ মুগ্ধ হচ্ছেন বিদেশি পর্যটকরা। ভরা এ পর্যটক মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন ভিনদেশিরা।

সম্প্রতি এমভি দি ওয়েভ ক্রুজ জাহাজে করে সুইজারল্যান্ড থেকে সুন্দরবনে ঘুরতে আসা জেরিমি বলেন, সুন্দরবন আমার কাছে সবুজের স্বর্গ। বনের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার বাস করে। সে বনে ঘুরতে এসে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। বনের নদী-খাল এবং গাছপালা গুলো আমার ভালো লেগেছে। এখানকার নৌযানগুলো অত্যন্ত ভালো। আমার ভীষণ পছন্দ হয়েছে।

সুন্দরবনে ঘুরতে আসা পাকিস্তানি নাগরিক জিব্রান বাংলানিউজকে বলেন, সুন্দরবনের  প্রকৃতি খুব সুন্দর। নৌযানে ভ্রমণ আমি খুব ভালোবাসি। দলবদ্ধ হয়ে এভাবে বনের গহীনে ভ্রমণ আমার প্রথম অভিজ্ঞতা। সত্যিই ভালো লেগেছে এ বনে এসে।

স্পেনের পর্যটক শোলে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বাংলানিউজকে বলেন, এখানে এসে নতুন একটা অভিজ্ঞতা হলো। বনের সৌন্দর্য দেখে আমি ভীষণ অভিভূত। অনেক ভালো লেগেছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বাংলানিউজকে বলেন,দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরা ও সুন্দরবনে আসছেন। সম্প্রতি একদিনে করমজলে ১৯ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, সুন্দরবনের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসছেন। বনের দর্শনীয় স্থানে ঘুরে এসব পর্যটকরা মুগ্ধ হচ্ছেন।

এদিকে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক বৃদ্ধিতে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সুন্দরবনের অভ্যন্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোয় এখন পর্যটকদের উপচেপড়া ভিড়। আর এ পর্যটকদের মধ্যে বড় একটি অংশ রয়েছে ভিনদেশি পর্যটক।

হলিডেজ ট্যুরস এন্ড ট্রাভেলসের পরিচালক আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম বাবু বাংলানিউজকে বলেন, সুন্দরবন ভ্রমণপিপাসুদের কাছে ভালো মানের ক্রুজের চাহিদা রয়েছে। বর্তমানে এ পথে সবচেয়ে ভালো ক্রুজ জাহাজ দ্য ওয়েভ পরিচালনা করছে হলিডে শিপিং লাইনস। দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় নিয়ে আমরা আধুনিক ও বিলাসবহুল ক্রুজ জাহাজের মাধ্যমে সুনামের সাথে পর্যটকদের উন্নতমানের পর্যটন সেবা দিচ্ছি।

সুন্দরবনের আকর্ষণীয় পর্যটন স্পটগুলো

প্রমোদ ভ্রমণের জন্য পর্যটকদের এক আকর্ষণীয় স্থান সুন্দরবন। বন,নদী ও  সাগর সেখানে মিলেমিশে একাকার; বেঙ্গল টাইগার, চিত্রা হরিণসহ বহু প্রাণী প্রজাতির বিচরণ এ শ্বাসমূলীয় বনে ভ্রমণের জন্য রয়েছে বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কটকা, কচিখালী, করমজল, হারবাড়িয়া, দুবলার চর, হিরণ পয়েন্ট (নীল কমল), কলাগাছী, কাগা দোবেকী, আন্ধার মানিক, জামতলা সমুদ্র সৈকত, শেখেরটেক ও কালাবগী।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯,  ২০২৪
এমআরএম/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।