ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে হাতবোমাসহ দুই ডাকাত গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
গোপালগঞ্জে হাতবোমাসহ দুই ডাকাত গ্রেপ্তার 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে সাতটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানীর পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলেন-ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলীর ছেলে গাড়ির হেলপার মো. শিমুল (২৭)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পু‌লিশ ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপভ্যান দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছে দেখে সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ। কিন্তু তারা সিগন্যাল না মানলে পিকআপভ্যানটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।  

ওই কর্মকর্তা আরও জানান, ওই দলে সাতজন ডাকাত সদস্য ছিল। পাঁচজন ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছ থেকে সাতটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।  

গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ব‌লে জানান ওই পু‌লিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।