বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ভ্যানগাড়ি উল্টে শিহাব (০৮) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে শেরপুর উপজেলার ধুনট আঞ্চলিক সড়কে শুবলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিহাব বগুড়া ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সোলায়মান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ভ্যানে করে বাবার সঙ্গে বাড়িতে ফেরার পথে শুবলি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় শিহাব মাথায় আঘাত পেলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ