ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আজ শনিবার বিকেল ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই বস্তির বউবাজার নামক স্থানে আগুন লেগেছে বলে সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে ৫টা ১২মিনিটে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএমআই/এসএএইচ