কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশনের কাছে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের বালুরচর এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভুঁইয়া (৫০) ও একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে অটোরিকশা চালক কালাম ওরফে কালাচাঁন (৪২)। আহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভৈরব থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশনের কাছে একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী হেলাল ভুঁইয়া ও অটোরিকশার চালক কালাম ওরফে কালাচাঁনের (৪২) মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরএ